Recent in Technology

কাজ শক্তি ও ক্ষমতা অধ্যায়ের সৃজনশীল প্রশ্নোত্তর পদার্থবিজ্ঞানের ৪র্থ অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন গানিতিক সমস্যা mathematical-physics kinetics energy

কাজ শক্তি ও ক্ষমতা অধ্যায়ের সৃজনশীল প্রশ্নোত্তর পদার্থবিজ্ঞান

প্রশ্ন ১ উদ্দীপকঃ 50m উঁচু দালানের ছাদ থেকে দুটি বস্তুকে 19.6 m/s বেগে খাড়া উপরে ছুড়ে দেওয়া হল। বস্তু দুটির ভর যথাক্রমে 8 kg ও 4 kg , বাতাসের বাধাকে উপেক্ষা করে। নিম্নের প্রশ্নের উত্তর দাও।


ক. ট্রায়োড কী?

খ. পড়ন্ত বস্তুর সূত্রগুলোকে বিনা বাধায় কথাটি উল্লেখ করার কারণ ব্যাখ্যা কর।

গ. বস্তু দুটি যখন ভুমি থেকে 25 m উঁচুতে থাকবে তখন কোনটির বেগ কত হবে? 

ঘ. বস্তু দুটি একই গতি শক্তি নিয়ে ভূমিকে আঘাত করবে কী? উত্তরের সপক্ষে গাণিতিক যুক্তি দাও।

১ নং প্রশ্নের উত্তর

ক. তিনটি ইলেকট্রোডযুক্ত ভ্যাকুয়াম টিউবকে ট্রায়োড বলে। 

খ. কোনো পড়ন্ত বস্তু বাতাসের বাধা না থাকলে একই সময়ে একই উচ্চতা থেকে ভূমিতে পৌছাত। কিন্তু বাতাসের বাধা থাকায় পড়ন্ত বস্তুগুলো বিভিন্ন সময়ে ভূমিতে পতিত হবে। তাই পড়ন্ত বস্তুর সূত্রগুলোতে বিনা বাধায় কথাটি উল্লেখ করা হয়েছে।

গ) 

কাজ শক্তি ও ক্ষমতা অধ্যায়ের সৃজনশীল প্রশ্নোত্তর পদার্থবিজ্ঞানের ৪র্থ অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন গতিশক্তি বিষয়ের সৃজনশীল প্রশ্নোত্তর পদার্থবিজ্ঞানের গানিতিক সমস্যা mathematical-physics kinetics energy

ঘ) 

কাজ শক্তি ও ক্ষমতা অধ্যায়ের সৃজনশীল প্রশ্নোত্তর পদার্থবিজ্ঞানের ৪র্থ অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন গতিশক্তি সৃজনশীল প্রশ্নোত্তর পদার্থবিজ্ঞানের গানিতিক সমস্যা mathematical-physics kinetics energy

Post a Comment

0 Comments

How to make money

Ad Code