সমোষ্ণ প্রক্রিয়া সম্পাদনকালে বস্তুর তাপমাত্রা স্থির থাকে; কিন্তু রুদ্ধতাপ প্রক্রিয়া সম্পাদনকালে বস্তু পরিবেশের সাথে তাপের আদান-প্রদানের সুবিধা পায় না। ফলে রুদ্ধতাপ প্রক্রিয়ায় বস্তুর তাপমাত্রার পরিবর্তন ঘটে। যখন কোন গ্যাসকে রুদ্ধতাপ প্রক্রিয়ায় সংনমিত করা হয়, তখন এর উপর বাইরে থেকে কিছু কাজ করা হয়। ফলে গ্যাসের তাপশক্তি ও তাপমাত্রা উভয়ই বৃদ্ধি পায়। আবার গ্যাসকে রুদ্ধতাপ প্রক্রিয়ায় প্রসারিত হতে দিলে গ্যাস নিজস্ব অভ্যন্তরীণ শক্তির বিনিময়ে কিছু কার্যসম্পাদন করে। ফলে গ্যাসের তাপশক্তি ও তাপমাত্রা উভয়ই হ্রাস পায়। এ থেকে বুঝা যায় যে, রুদ্ধতাপ প্রক্রিয়ায় বস্তুর তাপশক্তি এবং তাপমাত্রা কোনটিই স্থির থাকে না। এরা একই সাথে বাড়ে অথবা কমে। কিন্তু তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র প্রয়োগ করতে গিয়ে বিজ্ঞানী ক্লসিয়াস উপলদ্ধি করেন যে, সমোষ্ণ প্রক্রিয়ায় যেমন বস্তুর তাপমাত্রা স্থির থাকে রুদ্ধতাপ প্রক্রিয়ায় তেমনি বস্তুর কোন কিছু স্থির থাকে। এই কোন কিছুকে এনট্রপি বলা হয়। অতত্রব এনট্রপির সংজ্ঞায় বলা যায়, রুদ্ধতাপ প্রক্রিয়ায় বস্তুর যে তাপীয় গুণ অপরিবর্তিত থাকে তাকে এনট্রপি বলে।
কোন অবস্থায় এনট্রপি সবচেয়ে বেশি?
উত্তরঃ গ্যাসীয় অবস্থায়।
কোন অবস্থায় এনট্রপি সবচেয়ে কম বা সর্বনিম্ন?
উত্তরঃ কঠিন অবস্থায়।
0 Comments