Recent in Technology

এন্ট্রপি কি কোন অবস্থায় এনট্রপি সবচেয়ে বেশি কম অপ্রাপ্ত শক্তি What is Entropy meaning শিক্ষানগরী

এন্ট্রপি কি? What is Entropy?

সমোষ্ণ প্রক্রিয়া সম্পাদনকালে বস্তুর তাপমাত্রা স্থির থাকে; কিন্তু রুদ্ধতাপ প্রক্রিয়া সম্পাদনকালে বস্তু পরিবেশের সাথে তাপের আদান-প্রদানের সুবিধা পায় না। ফলে রুদ্ধতাপ প্রক্রিয়ায় বস্তুর তাপমাত্রার পরিবর্তন ঘটে। যখন কোন গ্যাসকে রুদ্ধতাপ প্রক্রিয়ায় সংনমিত করা হয়, তখন এর উপর বাইরে থেকে কিছু কাজ করা হয়। ফলে গ্যাসের তাপশক্তি ও তাপমাত্রা উভয়ই বৃদ্ধি পায়। আবার গ্যাসকে রুদ্ধতাপ প্রক্রিয়ায় প্রসারিত হতে দিলে গ্যাস নিজস্ব অভ্যন্তরীণ শক্তির বিনিময়ে কিছু কার্যসম্পাদন করে। ফলে গ্যাসের তাপশক্তি ও তাপমাত্রা উভয়ই হ্রাস পায়। এ থেকে বুঝা যায় যে, রুদ্ধতাপ প্রক্রিয়ায় বস্তুর তাপশক্তি এবং তাপমাত্রা কোনটিই স্থির থাকে না। এরা একই সাথে বাড়ে অথবা কমে। কিন্তু তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র প্রয়োগ করতে গিয়ে বিজ্ঞানী ক্লসিয়াস উপলদ্ধি করেন যে, সমোষ্ণ প্রক্রিয়ায় যেমন বস্তুর তাপমাত্রা স্থির থাকে রুদ্ধতাপ প্রক্রিয়ায় তেমনি বস্তুর কোন কিছু স্থির থাকে। এই কোন কিছুকে এনট্রপি বলা হয়। অতত্রব এনট্রপির সংজ্ঞায় বলা যায়, রুদ্ধতাপ প্রক্রিয়ায় বস্তুর যে তাপীয় গুণ অপরিবর্তিত থাকে তাকে এনট্রপি বলে।

এনট্রপি বস্তুর একটি ভৌত গুণ। একে তাপীয় জড়তা (thermal inertia) বলা যায়। এটি এমন একটি তাপগতীয় অপেক্ষক যা তাপ প্রবাহের দিক নির্দেশ করে এবং বস্তুর তাপগতীয় অবস্থা প্রকাশে সহায়তা করে।
এন্ট্রপি কি কোন অবস্থায়  এনট্রপি সবচেয়ে বেশি কম অপ্রাপ্ত শক্তি Entropy meaning What is Entropy শিক্ষানগরী
এনট্রপি একটি পরিমেয় রাশি; কোন সংস্থার এনট্রপির কতখানি পরিবর্তন হলো তা নির্ণয় করা যায়। আবার কোন সংস্থা বা সিস্টেমের এনট্রপি শুধুমাত্র এর বর্তমান অবস্থার উপর নির্ভর করে। সংস্থা বা সিস্টেম কোন পথে ঐ বর্তমান অবস্থা লাভ করে তার উপর নির্ভর করে না, অর্থাৎ কোন নির্দিষ্ট অবস্থায় সিস্টেমের এনট্রপি তার পূর্ব ইতিহাসের উপর নির্ভরশীল নয়। তাপ গ্রহণে অথবা বর্জনে এনট্রপির পরিবর্তন ঘটে। T পরম তাপমাত্রায় কোন সিস্টেম প্রত্যাবর্তকভাবে dQ পরিমাণ তাপ গ্রহণ অথবা বর্জন করলে যদি এর এনট্রপির পরিবর্তন dS হয় তবে dS =dQ/T  হবে।

কোন অবস্থায় এনট্রপি সবচেয়ে বেশি?

উত্তরঃ গ্যাসীয় অবস্থায়। 

কোন অবস্থায়  এনট্রপি সবচেয়ে কম বা সর্বনিম্ন?

উত্তরঃ কঠিন অবস্থায়। 

Post a Comment

0 Comments

How to make money

Ad Code