Recent in Technology

গুগল তাদের প্লে স্টোর থেকে ৮ টি অ্যাপ ব্যান বা নিষিদ্ধ করেছে | Google bans 8 dangerous apps from Play Store shikkhanogori

গুগল তাদের প্লে স্টোর থেকে ৮ টি অ্যাপ ব্যান বা নিষিদ্ধ করেছে

 গুগল তার প্লে স্টোর থেকে ৮ টি বিপজ্জনক অ্যাপ নিষিদ্ধ করেছে।আপনাকে অবশ্যই  আপনার স্মার্টফোন থেকে নিষিদ্ধ অ্যাপ গুলো মুছে ফেলতে হবে।যা ক্রিপ্টোকারেন্সি মাইনিং(Cryptocurrency mining) অ্যাপস হিসাবে ছদ্মবেশী ছিল। হ্যাকাররা এই  ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে সাধারণ মানুষের স্মার্টফোনে  তাদের বিপজ্জনক ম্যালওয়্যার এবং অ্যাডওয়্যার (malware and adware) ভাইরাস স্মার্টফোনে  অ্যাপস ইনস্টল করার মাধ্যমে প্রবেশ করিয়ে দেয়। এবং ব্যবহারকারীরা প্রতারিত হয়।

সিকিউরিটি ফার্ম ট্রেন্ড মাইক্রো(Trend Micro) রিপোর্ট করেছে যে বিশ্লেষণে দেখা গেছে  এই আটটি অ্যাপ ব্যবহারকারীদের বিজ্ঞাপন দেখিয়ে অর্থের প্রলোভন দেখানো হয়েছে। সাবস্ক্রিপশন ( subscriber)  পরিষেবার জন্য অর্থ প্রদান করছে ।

কিন্তু এই অ্যাপগুলি হয়তো ইতিমধ্যেই আপনার ফোনে ডাউনলোড করা হয়েছে। সুতরাং, আপনাকে যা করতে হবে তা হল আপনার ফোনটি পরীক্ষা করে দ্রুত অ্যাপগুলি মুছে ফেলা।

অ্যাপগুলির তালিকা নিচে দেওয়া হলো।  

1. BitFunds – Crypto Cloud Mining

2. Bitcoin Miner – Cloud Mining

3. Bitcoin (BTC) – Pool Mining Cloud Wallet

4. Crypto Holic – Bitcoin Cloud Mining

5. Daily Bitcoin Rewards – Cloud Based Mining System

6. Bitcoin 2021

7. MineBit Pro - Crypto Cloud Mining & btc miner

8. Ethereum (ETH) - Pool Mining cloud

Ban app Android গুগল তাদের  প্লে স্টোর থেকে ৮ টি অ্যাপ ব্যান বা নিষিদ্ধ করেছে | Google bans 8 dangerous apps from Play Store shikkhanogori


Trend Micro বলেছে এরকম 120 টার মতো অ্যাপ আছে।যা এড দেখার মাধ্যমে অর্থের প্রলোভন দেখানো হচ্ছে। এসব অ্যাপ থেকে আমাদের সাবধান থাকতে হবে। 

Post a Comment

0 Comments

How to make money

Ad Code