সৃজনশীল প্রশ্নটির সমাধান
খ) পানি ও বায়ুতে শব্দের বেগের পার্থক্যের কারণে পানির মধ্যে শব্দহলে ওই শব্দ পানির বাইরে থেকে শোনা যায় না।
দুটি মাধ্যমের ঘনত্বের পার্থক্য বেশি হলে একটি মাধ্যমের ভেতর দিয়ে সঞ্চারিত শব্দ অপর মাধ্যমে সহজে বিস্তার লাভ করতে পারে না। বায়ুর তুলনায় পানির ঘনত্ব বেশি। এই ঘনত্বের পার্থক্যের কারণেই পানিতে শব্দের বেগ বায়ু আপেক্ষা চার গুণের থেকেও বেশি । তাই পানির মধ্যে শব্দ হলে ওই শব্দ পানির বাইরে বাতাসে শোনা যায় না।
গ)
দেওয়া আছে,
পানিতে শব্দের দ্রুতি v = 1450 m/s
দূরত্ব S = 14 km = 14000 m
সময় t =?
আমরা জানি,
S = vt
বা, t = S/v
= 14000/1450
= 9.7 s
অতএব জেনেভার ওই হ্রদে একটি জাহাজ হতে অপর জাহাজে শব্দ পৌছাতে সময় লেগেছিল 9.7 s ।
সমুদ্রের পানিতে শব্দের বেগ = v মিটার/সেকেন্ড
এবং সমুদ্রের গভীরতা = d মিটার,
এখানে, শব্দ t সময়ে সমুদ্রের তলায় গিয়ে প্রতিফলিত হয়ে ফিরে আসে। ফলে, শব্দ t সময়ে 2d দূরত্ব অতিক্রম করে।
সমুদ্রের পানিতে
শব্দের বেগ = অতিক্রান্ত দুরত্ব/সময়
v = 2d/t
বা, 2d = vt
বা, d = (1/2) × vt
সমুদ্রের গভীরতা = (1/2) × পানিতে শব্দের বেগ × সময়
সুতরাং পানিতে শব্দের বেগ জানা থাকলে আমরা সমুদ্রের গভীরতা জানতে পারি
পদার্থ বিজ্ঞান নবম দশম শ্রেণির শব্দ ও তরঙ্গ অধ্যায়ের সৃজনশীল পরিক্ষা ২০২২ exam 2022
0 Comments