Recent in Technology

হাইড্রা হাইড্রার শ্রেনিবিন্যাস বৈজ্ঞানিক নাম কোন পর্বের প্রাণী Hydra Hydrozoa Hydridae shikkhanogori

হাইড্রা হাইড্রার শ্রেনিবিন্যাস Hydra classification

হাইড্রা Hydra

হাইড্রার বৈজ্ঞানিক নাম কি?

হাইড্রার বৈজ্ঞানিক নাম  — Hydra viridis

শ্রেণিবিন্যাসঃ

Phylum --- Cnidaria

Class --- Hydrozoa 

Order --- Hydroida

Family --- Hydridae

Genus --- Hydra

Species --- Hydra viridis

হাইড্রা  Hydra হাইড্রার ছবি হাইড্রার বৈজ্ঞানিক নাম কি হাইড্রা ( Hydra ) কোন পর্বের প্রাণী
হাইড্রা

হাইড্রার শনাক্তকারী বৈশিষ্ট্য

১. হাইড্রার দেহ নলাকার; একপ্রান্ত খোলা ও অন্যপ্রান্ত বদ্ধ।

২. মুক্তপ্রান্তে অবস্থিত মোচাকার হাইপোস্টোমের চূড়ায় মুখছিদ্র অবস্থিত।

৩. হাইড্রার দেহের হাইপোস্টোমকে ঘিরে কয়েকটি সুতাকৃতি কর্ষিকা রয়েছে।

৪. হাইড্রার দেহের বদ্ধ (নিম্ন) প্রান্তে গোলাকার পাদচাকৃতি অবস্থিত।

৫. দেহে এক বা একাধিক শিশু হাইড্রা( Hydra ) বা মুকুল বিদ্যমান৷

হাইড্রার সম্পর্কে সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১.হাইড্রা ( Hydra ) কোন পর্বের প্রাণী?

উত্তরঃ হাইড্রা Cnidaria পর্বের একটি প্রাণী।

২. দ্বিস্তর বিশিষ্ট প্রাণী কারা ?

উত্তরঃ যেসব প্রাণীর ভূণের দেহ দুটিস্তরে বিন্যস্ত তাদের দ্বিস্তরী প্রাণী বলে। যেমন- হাইড্রা (Hydra)

৩. নেমাটোসিস্ট কত প্রকার ও কী কী ?

উত্তরঃ চার প্রকার–পেনিট্যান্ট, ভলভেন্ট স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট এবং স্টেরিওলিন গ্লুটিন্যান্ট।

৪. নেমাটোসিস্ট কাকে বলে ?

উত্তরঃ নিডোসাইটের অভ্যন্তরে অবস্থিত হিপ্লোটক্সিন (সাধারণত) নামক বিষাক্ত তরলে পূর্ণ এবং একটি লম্বা, সরু, ফাঁপা ও প্যাচানো সুতাযুক্ত স্থূল প্রাচীরের ক্যাপসুলকে নেমাটোসিস্ট বলে।

৫. নিডোসাইটের অংশগুলো কী কী?

উত্তরঃ আবরণ, নেমাটোসিস্ট, নিডোসিল, পেশি ও অপারকুলাম।

৬. মেসোগ্লিয়া কী?

উত্তরঃ Cnidaria জাতীয় প্রাণিদের এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে অবস্থিত জেলীর মতো আঠালো, স্থিতিস্থাপক, পাতলা, বর্ণহীন এবং উভয় কোষস্তর নিঃসৃত অকোষীয় স্তরটির নাম মেসোগ্লিয়া। এতে স্নায়ুতন্তু আড়াআড়িভাবে অবস্থান করে।

৭. হাইড্রার স্বাভাবিক জনন প্রক্রিয়া কোনটি ?

উত্তরঃ মুকুলোদগম।

 ৮. উভলিঙ্গ হাইড্রাতে স্বনিষেক ঘটে না কেন ?

উত্তরঃ কারণ শুক্রাশয় ও ডিম্বাশয় একই সাথে পরিপক্ক হয় না।

৯. কীভাবে হাইড্রার শুক্লাশয়কে ডিম্বাশয় থেকে পৃথক করবে ?

উত্তরঃ শুক্রাশয়ের শীর্ষে একটি বোঁটা বা নিপল থাকে। অপরদিকে ডিম্বাশয়ের শীর্ষদেশ ভোঁতা।

১০. পুনরুৎপত্তি  (regeneration) কাকে বলে ?

উত্তরঃ প্রাণিদেহের কোন অঙ্গের ধ্বংস বা ক্ষত হলে, সে স্থান পুনঃগঠিত হওয়ার ক্ষমতাকে পুনরুৎপত্তি বা রিজেনারেশন বলে। হাইড্রাকে কয়েক ভাগে ভাগ করলে প্রতিটি অংশ থেকে নতুন হাইড্রার সৃষ্টি হয়।

১১. মিথোজীবিতা বলতে কী বুঝ ?

উত্তরঃ যখন দুটি ভিন্ন প্রজাতিভুক্ত জীব ঘনিষ্ঠভাবে সহাবস্থানের ফলে পরস্পরের কাছে থেকে উপকৃত হয়, তখন এ ধরনের সাহচর্যকে মিথোজীবিতা বলে। এ অবস্থায় জীবদুটিকে মিথোজীবী বলা হয়। Chlorohydra viridissima নামক সবুজ হাইড্রা ও Zoochlorella নামক শৈবাল-এর মধ্যে এ সম্পর্ক সুস্পষ্ট প্রতিফলিত হতে দেখা যায়।

১২. হাইড্রা (Hydra) কী খায়?

 উত্তরঃ হাইড্রা (Hydra) মাংশাসী প্রাণী। জলজ ক্ষুদ্র পতঙ্গ, পতঙ্গের লার্ভা, ড্যাফনিয়া, সাইক্লপস, ছোট ছোট জলজ প্রাণীর লার্ভা, ছোট কৃমি, মাছের ডিম, ডিম থেকে সদস্য নির্গত পোনামাছ ইত্যাদি হাইড্রা -র খাদ্য। অনেক সময় হাইড্রা নিজ দেহ থেকে বড় আয়তনের খাদাও গ্রহণ করে থাকে।

১৩. কোনটি হাইড্রার সাধারণ ও দ্রুত চলন প্রক্রিয়া ?

উত্তরঃ হাইড্রার সাধারণ ও দ্রুত চলন প্রক্রিয়া হলো - সমারসন্টিং বা ডিগবাজী। 

১৪.হাইড্রার চলনে কোন ধরনের নেমাটোসিস্ট সক্রিয় ভূমিকা রাখে ? 

উত্তরঃ গুটিন্যান্ট।

১৫. গ্যাস্ট্রোভাসকুলার গহ্বর (gastrovascular cavity) কাকে বলে ?

উত্তরঃহাইড্রার দেহের কেন্দ্রে অবস্থিত ফাঁকা গহ্বরকে সিলেন্টরন (Coelenteron) বলে। সিলেন্টরনে খাদ্যের বহিঃকোষীয় পরিপাক হয় এবং সেই সঙ্গে খাদ্যসার, শ্বসন ও রেচন পদার্থ পরিবাহিত হয় অর্থাৎ সিলেন্টেরন পরিপাক ও পরিবহন উভয় কাজ সম্পাদন করে বলে একে গ্যাস্ট্রোভাসকুলার গহ্বর বলা হয়।

১৬. হাইড্রায় কি কি ধরনের পরিপাক দেখা যায়? 

উত্তরঃ হাইড্রায় দুধরনের পরিপাক দেখা যায়- ১. বহিঃকোষীয় পরিপাক এবং ২. অন্তঃকোষীয় পরিপাক। 

১৭. অন্তঃকোষীয় (intra cellular) ও বহিঃকোষীয় (extra cellular) পরিপাক বলতে কী বুঝ? 

উত্তরঃ যে প্রক্রিয়ায় খাদ্যবস্তু কোষের অভ্যন্তরে খাদ্যগহ্বরে পরিপাক হয় তাকে অন্তঃকোষীয় পরিপাক বলে। আর যে প্রক্রিয়ায় খাদ্যবস্তু কোষের বাইরে সিলেন্টেরনের মধ্যে বা খাদ্যনালির মধ্যে পরিপাক হয় তাকে বহিঃকোষীয় পরিপাক বলে। হাইড্রা-তে অন্তঃকোষীয়বহিঃকোষীয় উভয় প্রকার পরিপাক হয়ে থাকে।


Post a Comment

1 Comments

How to make money

Ad Code