Recent in Technology

Definition of motion

সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি কোন বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তাহলে তাকে কি বলে। 

১. সরণ কি? 

উত্তরঃ নির্দিষ্ট দিকে বস্তুকণার অবস্থান পরিবর্তন করাকে সরণ বলে। 


২. তাৎক্ষণিক বেগ কী

উত্তর : সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে গড়বেগের সীমান্তিক মানকে তাৎক্ষণিক বেগ বলে । 

৩. গড়বেগ কি?

উত্তর : নির্দিষ্ট সময় ব্যবধানে কোন বস্তুকণার সরণকে ঐ সময় ব্যবধান দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তাকে গড়বেগ বলে।

৪. সুষম বেগ বা সমবেগ কাকে বলে ?

উত্তরঃ সময়ের সাথে যদি বস্তুকণার বেগের মান ও দিক অপরিবর্তিত থাকে তাহলে সে বেগকে সমবেগ বলে।

৫. ত্বরণ কী 

উত্তরঃ বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। 

৬. তাত্ক্ষণিক ত্বরণ কী?

অথবা, তাৎক্ষণিক ত্বরণের সংজ্ঞা দাও।

উত্তর : সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে গড় তরণের সীমান্তিক মানকে তাৎক্ষণিক ত্বরণ বলে।


৭. গড় ত্বরণ কাকে বলে?

উত্তর : নির্দিষ্ট সময় ব্যবধানে গতিশীল বস্তুকণার বেগের যে বৃদ্ধি ঘটে, তাকে ঐ সময় ব্যবধান দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তাকে গড় ত্বরণ বলে। 

মন্দন কাকে বলে? 

উত্তরঃ গতিশীল বস্তুকণার বেগ হ্রাসের হার মন্দন বলে।


সুষম ত্বরণ কাকে বলে ? 

যদি কোন গতিশীল বস্তু কণার বেগ বৃদ্ধির হার সব সময় একই থাকে তাহলে এর ত্বরণকে সুষম ত্বরণ বলে। 



Post a Comment

0 Comments

How to make money

Ad Code