পদার্থবিজ্ঞান এর সূত্র পরিচিতি
v = u + at
v = শেষ বেগ, u = আদিবেগ
a = ত্বরণ, t = সময়
সূত্রটির প্রয়োগঃ
একটি গাড়ির বেগ 5 m/s থেকে সুষম ভাবে বৃদ্ধি পেয়ে 10 s পরে 45 m/s হয়।গাড়িটির ত্বরণ বের করো।
দেওয়া আছে,
আদি বেগ u = 5 m/s
শেষ বেগ v = 45 m/s
সময় t = 10 s
ত্বরণ a =?
আমরা জানি,
v = u + at
a = (v - u)/t
= (45 - 5) / 10
= 4 m/s2
-শিক্ষানগরী(Shikkhanogori)
0 Comments