Recent in Technology

শব্দ ও তরঙ্গ সপ্তম অধ্যায়ের বহুনির্বাচনী প্রশ্নোত্তর নবম দশম শ্রেণির পদার্থ বিজ্ঞান তরঙ্গ ও শব্দ অধ্যায়ের MCQ Sound and wave (MCQ)

পদার্থবিজ্ঞান  শব্দ ও তরঙ্গ ৭ম অধ্যায়ের বহুনির্বাচনী প্রশ্নোত্তর নবম দশম শ্রেণির MCQ 

বিষয়ঃ পদার্থবিজ্ঞান(তরঙ্গ ও শব্দ )

১. 1/s কোন রাশির একক?

ক) পর্যায়কাল

খ) সময়

গ) তরঙ্গ দৈর্ঘ্য

ঘ) কম্পাংক

উত্তরঃ ঘ

২.বাতাসের আদ্রতা বেড়ে গেলে শব্দের দ্রুতি কিরূপ পরিবর্তন হয়?

ক) কমে যায়

খ) বেড়ে যায়

গ) সমান থাকে

ঘ) শূন্য হয়ে যায়

উত্তরঃ খ

৩.একটি তরঙ্গের পর্যায়কাল 0.02 সেকেন্ড হলে কম্পাঙ্ক কত?

ক) 2 Hz

খ) 20 Hz

গ) 50 Hz

ঘ) 200 Hz

উত্তরঃ গ

৪.প্রতিধ্বনি শুনতে কত সময় লাগবে?

ক) 0.10 s

খ) 0.12 s

গ) 0.14 s

ঘ) 0.16 s

উত্তরঃ ক

৫.ভ্যাকুয়ামে শব্দের দ্রুতি কত?

ক) 0

খ) 650 m/s

গ) 332 m/s

ঘ) 330 m/s

উত্তরঃ ক

৬.শব্দেতর কম্পনের কম্পাঙ্ক কত?

ক) 20 Hz

খ) 20 Hz এর কম

গ) 20 Hz এর বেশি

ঘ) 2000 Hz

উত্তরঃ খ

৭.কোন গতি বৃত্তাকার, উপবৃত্তাকার বা সরলরৈখিক হতে পারে?

ক) রৈখিক গতি

খ) চলন গতি

গ) ঘূর্ণন গতি

ঘ) পর্যায়বৃত্ত গতি

উত্তরঃ ঘ

৮.অনুদৈর্ঘ্য তরঙ্গ কম্পনের দিকের সাথে কিভাবে অগ্রসর হয়?

ক) সমকোণে

খ) সমান্তরালে

গ) 45° কোণে

ঘ) 100° কোণে

উত্তরঃ খ

৯.স্পন্দন গতির দিক কয় মুখী?

ক) ১

খ) ২

গ) ৩

ঘ) ৪

উত্তরঃ খ

১০.অসম বেগে গতিশীল বৈদ্যুতিক পাখার গতি কি রকম?

ক) উপবৃত্তাকার গতি

খ) পর্যায়বৃত্ত গতি

গ) ঘূর্ণন গতি

ঘ) চলন গতি

উত্তরঃ গ

১১.কোনটি যান্ত্রিক তরঙ্গ?

ক) আলোক তরঙ্গ

খ) তাপ তরঙ্গ

গ) শব্দ তরঙ্গ

ঘ) চৌম্বক তরঙ্গ

উত্তরঃ গ

১২.শব্দ তরঙ্গের তীক্ষ্ণতা নির্ভর করে কোনটির উপর?

ক) কম্পাংক

খ) বিস্তার

গ) বেগ

ঘ) বিট

উত্তরঃ ক

১৩.নিচের কোনটি ভূমিকম্পের সীমা?

ক) 1 Hz থেকে 10 Hz

খ) 1 Hz থেকে 20 Hz

গ) 10 Hz থেকে 20 Hz

ঘ) 20 Hz থেকে 20000 Hz

উত্তরঃ খ

১৪.মানুষের গলার স্বরযন্ত্রে যে দুটি পর্দা আছে তাদেরকে কি বলে?

ক) Vocial Chord

খ) Vowel Chord

গ) Vocal Chord

ঘ) Chord

উত্তরঃ গ

১৫. একটিমাত্র কম্পাঙ্ক ও বিশিষ্ট শব্দকে কি বলে?

ক) সুর

খ) স্বর

গ) সমমেল

ঘ) সলো

উত্তরঃ ক

১৬.SONAR এর পুরো নাম কি?

ক) Sound Navigation Ranging

খ) Sound Navigation

গ) Sound Navigation and Ranging

ঘ) Sound Navigation or Ranging

উত্তরঃ গ

১৭.একটি বস্তুকে কমপক্ষে কতবার কাঁপালে সেই বস্তু থেকে উৎপন্ন শব্দ শোনা যাবে?

ক) ১০ বার

খ) ২০ বার

গ) ৩০ বার

ঘ) ৪০ বার

উত্তরঃ খ

১৮.লোহার মধ্য দিয়ে শব্দের দ্রুতি কত?

ক) 332 m/s

খ) 5221 m/s

গ) 521 m/s

ঘ) 1450 m/s

উত্তরঃ খ

১৯.40°C তাপমাত্রায় বায়ুতে শব্দের দ্রুতি কত?

ক) 350 m/s

খ) 356 m/s

গ) 308 m/s

ঘ) 352 m/s

উত্তরঃ খ

২০.কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?

ক) কঠিন মাধ্যমে

খ) তরল মাধ্যমে

গ) বায়বীয় মাধ্যমে

ঘ) শূন্য মাধ্যমে

উত্তরঃ ক

২১.একটি মাধ্যমে 50 Hz এবং 40 Hz কম্পাংক বিশিষ্ট তরঙ্গ দুটির মধ্যে তাদের বেগ কেমন?

ক) প্রথমটির বেশি

খ) দ্বিতীয়টির বেশি প্রথমটির কম

গ) দুইটির বেগ সমান

ঘ) কোনটিও নয়

উত্তরঃ গ

২২.বাদুড় চলার সময় কত Hz কম্পাংকের তরঙ্গ প্রয়োগ করে?

ক) 20000 Hz এর বেশি

খ) 20 Hz এর কম

গ) 20 Hz থেকে 20000 Hz

ঘ) 20 Hz থেকে 200 Hz

উত্তরঃ ক

২৩.বায়ুতে 0° C তাপমাত্রায় কোন শব্দের তরঙ্গ দৈর্ঘ্য 12cm হলে এর পর্যায়কাল কত?

ক) 0.000361 s

খ)0.00333 s

গ) 0.02

ঘ) 0.0000034 s

উত্তরঃ ক

২৪.কামাল পুকুরের একপাড় থেকে পুকুরের দিকে প্রস্থ বরাবর মুখ করে শব্দ করল এবং সেই শব্দ 1 s পর আবার শুন্তে পেল। সে সময় তাপমাত্রা ছিল 30°C। পুকুরটির প্রস্থ কত ?

ক) 350 m

খ) 332 m

গ) 175 m

ঘ) 166 m

উত্তরঃ গ

২৫.তাপমাত্রা কমলে শব্দের বেগ কেমন হয়?

ক) বাড়ে

খ) কমে

গ) অনেক বেড়ে যায়

ঘ) একই থাকে

উত্তরঃ খ

শব্দ ও তরঙ্গ অধ্যায়ের বহুনির্বাচনী প্রশ্নোত্তর নবম দশম শ্রেণির পদার্থ বিজ্ঞান তরঙ্গ ও শব্দ অধ্যায়ের MCQ Sound and wave (MCQ)

শব্দ ও তরঙ্গ সপ্তম অধ্যায়ের বহুনির্বাচনী প্রশ্নোত্তর নবম দশম শ্রেণির পদার্থ বিজ্ঞান তরঙ্গ ও শব্দ অধ্যায়ের MCQ Sound and wave (MCQ)

Post a Comment

0 Comments

How to make money

Ad Code