Recent in Technology

Light

 আলোর বৈশিষ্ট্যঃ 

  • আলো এক প্রকার শক্তি। 
  • আলোর গতি সবচেয়ে বেশি। 
  • সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ হচ্ছে গামা রশ্মি। 
  • আলো কোন পদার্থ নয়। 
  • আকাশে রংধনু সৃষ্টির কারণ বৃষ্টির কণা।
  • রংধনু সৃষ্টির কারণ আলোর প্রতিসরণ। 
  • বিজ্ঞানী নিউটন প্রমাণ করেন আলো সাতটি বর্ণের সমষ্টি। 
  • সূর্য থেকে পৃথিবীতে যে বিকীর্ণ তাপ আসে তাকে অবলোহিত রশ্মি বলে। 
  • বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। 
  • লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি।
  • বর্ণালীর প্রান্তীয় বর্ণ হল বেগুনি ও লাল।
  • রংধনু সৃষ্টির সময় পানির কণাগুলো প্রিজম এর মত কাজ করে। 
  • গোধূলির কারন হলো আলোর প্রতিসরণ।


-Shikkhanogori(শিক্ষানগরী) 

Post a Comment

1 Comments

How to make money

Ad Code