জ্যামিতি
রেখাঃ
যার কোন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই কিন্তু অবস্থান আছে তাকে বিন্দু বলে।
উপরের চিত্রে আমরা যে ফোটা ফোটা কিছু দেখতে পাচ্ছি এগুলো হলো বিন্দু।
বিন্দূর বৈশিষ্ট্যঃ
১) যার কোন অংশ নাই তাকে বিন্দু বলে।
২) বিন্দুর মাত্রা শূন্য
৩) একটি রেখাকে সবচেয়ে ছোট অংশে বিভক্ত করলে যা উৎপন্ন হয় তাকে বিন্দু বলে।
রেখাঃ
বিন্দুর অসীম চলার পথকে রেখা বলে।
রেখার বৈশিষ্ট্যঃ
১) রেখার প্রান্তবিন্দু নেই।
২) যার কেবল দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ উচ্চতা নাই তাকে রেখা বলে।
যে রেখার উপরস্থিত বিন্দু গুলো একই বরাবর থাকে তাকে সরলরেখা বলে।
জ্যামিতি শব্দের অর্থ ভূমির পরিমাপ।
গ্রিক পন্ডিত ইউক্লিড Element বইটি লেখেন ৩০০ খ্রিস্টপূর্বাব্দ ।
Element বইটি 13 টি খন্ডে লিপিবদ্ধ হয়েছিল।
যার দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু বেধ নেই তা হলো তল।
0 Comments