মানবদেহের সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় অংশ
মানবদেহের সবচেয়ে ছোট কোষ হলো শ্বেতকণিকা।
মানবদেহের মোট হাড় ২০৬ টি
মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি লিভার বা যকৃত বা কলিজা।
মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ হলো ত্বক।
মানবদেহের সবচেয়ে কঠিন পদার্থ এনামেল
মানবদেহের সবচেয়ে বড় কোষ স্নায়কোষ।
মানবদেহের হৃদপিন্ডের প্রকোষ্ঠ ৪টি
ইনসুলিন হলো হরমোন।
ল্যাক্রিমাল গ্রন্থি থেকে চোখের পানি নিঃসৃত হয়।
পেশি কোষে একাধিক নিউক্লিয়াস থাকে।
সুস্থ অবস্থায় মানবদেহের তাপমাত্রা ৩৬.৯ বা ৩৭ডিগ্রী সেন্টিগ্রেড।
পূর্ণবয়স্ক মানুষের দেহের মোট ওজনের শতকরা ৭-৮ভাগ রক্ত থাকে।
অ্যানিমিয়া হলো রক্ত শুন্যতা বা রক্তে হিমোগ্লোবিন এর অভাব।
মানুষের দুধ দাঁত ২০টি
মানুষের থায়রয়েড গ্রন্থি প্রজাপতি আকৃতির।
-শিক্ষানগরী
0 Comments